নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের চৌকস পুলিশ অফিসার এসএম আবু সাদাদ এস.আই থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন। গত (১লা নভেম্বর) নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে তাকে ইন্সপেক্টর ব্যাচ পরিয়ে দেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মীর আসাদুজ্জামান এবং মোহাম্মদ জোবায়ের। এসএম আবু সাদাদ রাজশাহী জেলার চারঘাট উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু বাক্কার এর ছেলে। তিনি রাজশাহী কলেজ থেকে প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর সম্পূর্ণ করে ২০১০ সালে ৩২ তম ব্যাচে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সরাসরি এস আই পদে যোগদান করেন। সারদা পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ শেষে প্রথমে সিরাজগঞ্জ সদর থানায় পুলিশের উপ-পরিদর্শক হিসেবে যোগদান করেন। পরে লালপুরের ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। এরপর নাটোর সদর থানায় ও নাটোর ডিবি পুলিশে দায়িত্ব পালন কালে একজন চৌকস পুলিশ অফিসার হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি বর্তমানে নাটোরের গুরুদাসপুর থানায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত অবস্থায় পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেলেন। তার এই সাফল্যে বিভিন্ন মহল তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply