কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারে সদ্য ঘোষিত জেলা ছাত্রলীগের কমিটিকে অবৈধ ও অযোগ্য ঘোষণা করে তা বাতিলের দাবীতে শহরে বিক্ষোভ করেছে ছাত্রলীগের পদ বঞ্চিত নেতাকর্মীরা। বিক্ষুব্ধ নেতাকর্মীরা শহরের প্রধান সড়কে অগ্নসংযোগ করে প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবী কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কোটি টাকার বিনিময়ে কক্সবাজার জেলা কমিটিতে দুজন অযোগ্য নেতাকে সভাপতি – সম্পাদক করেছে। তারা ঘোষিত কমিটি ২৪ ঘন্টার মধ্যে পরিবর্তন করে নতুন কমিটি ঘোষণার দাবী জানান। অন্যথায় হরতাল, অবরোধের মতো কঠিন কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন পদ বঞ্চিত নেতা হোসাইন মারুফসহ শীর্ষ নেতৃবৃন্দ। উল্লেখ্য, আজ সন্ধ্যায় সাদ্দাম হোসেনকে সভাপতি, মারুফ আদনান কে সাধারণ সম্পাদক করে কক্সবাজার জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় সভাপতি -সম্পাদক। সুত্রে মানবজমিন
Leave a Reply