পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর সহ মালামাল লুট করেছে দূবৃর্ত্তরা। সোমবার (০২ নভেম্বর) উপজেলার শিলখালী ইউনিয়নের স্কুল স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকাল ১১ টার দিকে ওই এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। প্রতক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, এলাকার নিকটতম প্রতিবেশী মৌলভী ইব্রাহিমের নেতৃত্বে কিছু লোক হাজী অজি উল্লাহর ছেলে মনির আহমদের ভাড়া বাসায় ঢুকে অতর্কিত হামলা চালায়। এসময় দূর্বৃত্তের দল ধারালো অস্ত্র টেকিয়ে ওই বাসার দরজা ভেঙ্গে ঘরে ঢুকে মালামাল লুঠ করে নিয়ে যায়। ঘরে থাকা স্কুল ছাত্রী জন্নাতুল বকেয়ার চিৎকারে আশপাশের লোক এগিয়ে আসলে মৌলভী ইব্রাহিমসহ অন্যরা পালিয়ে যায়। মনির আহমদের কলেজ পড়ুয়া ছাত্র আব্দুল্লাহ আল মামুন বলেন, দুই বছর পূর্বে থেকে মৌলানা মহিবুল্লাহ’র ঘরে আমরা ভাড়ায় থাকি। ঘটনার দিন ভাড়া বসায় কোন পুরুষ লোক ছিলনা। আমার ছোট বোন দশম শ্রেণী পড়ুয়া ছাত্রী মোছাম্মৎ জন্নাতুল বকেয়া একা ঘরে ছিলেন। সেই সুবাধে একই এলাকার প্রতিবেশী মৌলভী ইব্রাহিম পূর্বশত্রুতার জের ধরে অশালীন গালমন্দ করে বসত ঘরে ভাংচুর করে। বাড়িতে রক্ষিত নগদ টাকা, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র লুঠ করে নিয়ে যায়। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় দিন যাপন করছি। যে কোন সময় প্রাণনাশের মতো ঘটনা ঘটাতে পারে। ঘরের মালিক মৌলভী মহিবুল্লাহ বলেন, কি কারনে সে আমার ঘর ভাঙচুর করেছে জানিনা। শুনেছি সোমবার সকালে আমার ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ভাড়াটিয়াদের মালামাল ও টাকা লুঠ করে নিয়ে গেছে। এবিষয়ে আমি আইনের আশ্রয় নিব। এবিষয়ে পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি কেউ আমাকে জানায়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply