নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের সিংড়া উপজেলা ডায়াবেটিক সমিতির কার্যকরী কমিটির আসন্ন নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতার ঘোষণা দিয়েছেন মাওলানা রুহুল আমীন৷ তিনি উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের একান্ত সচিব। তিনি ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য। আগামী ৭ নভেম্বর শনিবার সকাল ১০.৩০ মিনিটে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সিংড়া ডায়বেটিক সমিতির কার্যকরী কমিটি গঠন কল্পে এক জরুরী সভা অনুষ্ঠিত হবে। ওই কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে সমিতির সদস্যদের দোয়া সমর্থন ও সহোযোগিতা কামনা করেছেন মাওলানা রুহুল আমিন। মাওলানা রুহুল আমীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের একান্ত সচিব হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছেন। তিনি প্রতিমন্ত্রীর সাথে সাধারণ জনগণের সৌহাদ্যপূর্ণ মেলবন্ধন তৈরীতে প্রতিনিয়ত ভূমিকা পালন করে চলেছেন।
Leave a Reply