মহি উদ্দিন আরিফ ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ- ফরাসি পত্রিকা শার্লি এবদো কর্তৃক প্রকাশিত মহানবী হজরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ফরাসি সরকারের মাধ্যমে প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রবিবার ০১ নভেম্বর সকাল ১১ টায় ধর্মপাশা উপজেলার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও পরবর্তীতে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। মিছিলে নেতৃত্ব দেন, উলামা ও তাওহিদি জনতা ঐক্য পরিষদ ধর্মপাশা উপজেলা শাখার নেত্রীবৃন্দ। । এতে অংশ নেয় স্কুল, কলেজ,মসজিদ, মাদ্রাসা,বিভিন্ন অংগ সংগঠনের নেত্রীবৃন্দ সহ সর্বস্তরের শতাদিক নবী প্রেমী ও মুসলিম জনতা। মিছিলটি ধর্মপাশা বাজার (বড় মসজিদ) থেকে শুরু করে উপজেলার ভিবিন্ন সড়ক,বিশ্বরোড,কলেজ রোড দিয়ে জনতা উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। মাওলানা বজলুর রহমান এর সভাপতিত্বে এবং মুফতি আবুল বাসারও আমিনুল ইসলাম এর পরিচালনায় প্রতিবাদ সভা শুরু হয় প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন, আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ফরাসি ঘৃণিত পত্রিকা শার্লি এবদো কর্তৃক প্রকাশিত বিশ্বের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহাপুরুষ মহানবী হযরত মোহাম্মদ(সা:) কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ফরাসি সরকার পুলিশ প্রহরায় অট্টালিকার দেয়ালে টাঙিয়ে প্রদর্শনের ব্যবস্থা করেছে। একবিংশ শতাব্দীতে কোনো সভ্য জাতি, দেশ বা সরকার কারো মৌলিক বিশ্বাসের ওপর এভাবে আঘাত হানতে পারে না। এর আগেও ২০১৫ সালে এ পত্রিকাটি রাসূলকে (সা:) নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছিল। এ নীতিহীন অপকর্মের ফলে বিশ্বের বিভিন্ন স্থানে সহিংসতার সৃষ্টি হয়েছিল যাতে বহু মানুষ নিহত হয়েছে। শুধু মুসলমান নয় বরং বিশ্বের শান্তিকামী দেশ ও মানুষ থেকে ধিক্কার ও ঘৃণা কুড়িয়েছিল ফ্রান্স। এবার শার্লি এবদোর সাথে সাথে ফরাসি সরকারের এই কাণ্ডজ্ঞানহীন আচরণ শান্তিকামী বিশ্ববাসীকে হতবাক করেছে। এই নিন্দনীয় কাজ প্রতিটি মুসলমানসহ বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়ে আঘাত করেছে। ফ্রান্স বরাবরই বিভিন্ন দেশকে গণতন্ত্র ও মানবাধিকারের ছবক দিয়ে আসছে। নিজেদের সভ্য হিসেবে বিশ্ব দরবারে উপস্থাপনের প্রয়াস চালিয়ে আসছে। কিন্তু ধর্মীয় বিশ্বাসের ওপর এমন ঘৃণ্য আঘাত কিভাবে তাদের দেশ ও জাতিকে সভ্য হিসেবে প্রতিষ্ঠিত করে তা বিবেক সম্পন্ন মানুষের বোধগম্য নয়। এগুলো কোনোভাবেই বাক স্বাধীনতা নয় বরং বাক স্বাধীনতার নামে চরম ধৃষ্টতা। এসব ঘৃণ্য কাজের পেছনে সহিংসতাকে উসকে দেয়ার একটি অপপ্রয়াস থাকতে পারে বলে বিশ্ব বিবেক মনে করে। এগুলো কি শুধু অবমাননা, না কি এর পেছনে মুসলমানদের বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে তা বিবেচনায় নেয়ার জন্য আমরা মুসলিম নেতৃবৃন্দসহ বিশ্ববাসীর প্রতি আহবান জানাচ্ছি। এমন নিকৃষ্ট কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে জাতিসঙ্ঘ, ওআইসিসহ সকল মুসলিম দেশ, নেতৃবৃন্দ ও শান্তিকামী মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। এমন ঘটনা প্রতিরোধে মুসলিম উম্মাহর উচিৎ ঐক্যবদ্ধভাবে জোরালো প্রতিবাদ করা। একই সাথে মুসলিম উম্মাহকে ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছি। এসময় নেতৃবৃন্দ বিশেষভাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের এমন ঘৃণ্য কাজের প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, মুসলিমরা শান্তিতে বিশ্বাসী। কিন্তু তার মানে এই নয় যে, মুসলিমদের জীবনের চেয়েও প্রিয় মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে অবমাননা করলে আমরা চুপ থাকব, বরং সুশৃঙ্খল পন্থায় এর প্রতিবাদ জানানো প্রতিটি মুসলমানেরই ঈমানের দাবি। আমরা অবিলম্বে ফরাসি পত্রিকা ও সরকারিভাবে প্রদর্শিত ব্যঙ্গাত্মক কার্টুন প্রত্যাহার ও কর্তৃপক্ষকে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিবাদ সভায় বক্তব্য দেনঃ- ধর্মপাশা সরকারি হাসপাতাল মসজিদ এর ইমাম মাওলানা মুখলেসুর রহমান,ধর্মপাশা সরকারি কলেজ এর ইমাম রফিকুল ইসলাম ,সুঃ দঃ মহিলা মাদ্রাসার মুহতামিম আব্দুস সালাম জিহাদী , সিলেট সরকারি কলেজের প্রভাশক এম সারোয়ার জাহান মামুন, ধর্মপাশা ইসলামী ফাউন্ডেশন কেয়ারটেকার মাওলানা শাহানুর,বাদশাগঞ্জ ইসলামী মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল ইসলাম, নোয়াবন্দ মাদ্রাসার মুহতামিম হাফেজ মাহমুদুল হাসান,ফয়সাল আহমেদ জিহাদী, আনোয়ার হোসেন জিহাদী সহ প্রমুখ ধর্মপাশা উপজেলা উলামা ও তাওহিদি জনতা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা বজলুর রহমান এর সভাপতিত্বে এবং ধর্মপাশা উপজেলার তাবলিক জামায়াতের আমির আব্দুস সালাম সাহেবের মোনাজাতে প্রতিবাদ সভাটি সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply