monetag
মোঃ আল আমিন চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ ২৫ নং উওর আগ্রাবাদ মূহুরীপাড়ার সমাজ সেবক, দানবীর, শিক্ষানুরাগী আলহাজ্ব এম এ হালিম গত ৩০ অক্টোবর বিকাল ৩ টা ৪৫ মিনিট ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে রাজেউন । মরহুমের মৃত্যুতেে শোক জানিয়েছেন ২৫নং উত্তর অাগ্রাবাদ সাবেক চসিক কাউন্সিলর অালহাজ্ব মোঃ নাজমুল হোসেন ডিউক, প্রাক্তন কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম বাহাদুর,মরহুমের কর্মময় জীবনে অালহাজ্ব এম এ হালিম প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ফাতেমা হালিম মাদ্রাসা ও হেফজ খানা প্রতিষ্ঠাতা সভাপতি, মসজিদে রহমান জামে মসজিদের মোতায়াল্লি ডলফিন ক্লাবের সাবেক সভাপতি, উত্তর মুহুরি পাড়া সমাজ কল্যানের সভাপতি, অাল জাবের ইন্সটিটিউট এর দাতা সদস্য, অাগ্রাবাদ ছোটপুলস্থ সালমা রহমান জামে মসজিদের প্রতিষ্ঠাতাসহ বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোত ভাবে জড়িত ছিলেন। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কাছে একজন দানশীল ব্যাক্তিত্ব হিসেবে শ্রদ্ধেয় ছিলেন। মরহুমের জানাযার নামাযে বিভিন্ন এলাকার সমাজ সেবক রাজনৈতিক ব্যাক্তিত্ব উপস্থিত ছিলেন। মরহুমের জানাযা নামাজের ইমামতি করেন মসজিদ – এ রহমান এরপেশ ইমাম মাওলানা আফফান ভুঁইয়া। মৃতকালে মুরহুমের বয়স ছিলো ৭৫বছর,তিনি স্ত্রী, ২পুত্র,পুত্রবধু, ৫কন্যা, জামাতা, নাতি-নাতনীসহ অনেক অাত্বীয় স্বজন রেখে গেছেন। জানাষা নামাজ শেষে পারিবারিক কবরস্হানে দাফন করা হয়।
Leave a Reply