নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটার দিকে হরিশপুর এ অবস্থিত পুলিশ লাইন্স এর শেডে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “মুজিব বর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র” ৩১ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সাজেদুর রহমান খাঁন, পৌর মেয়র উমা চৌধুরী জলি, শরীফউদ্দিন, পিবিআই পুলিশ সুপার, কমিউনিটি পুলিশিং সভাপতি আব্দুস সালাম প্রমুখ। জেলা পুলিশের আয়োজনে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
Leave a Reply