নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় বন্যার হাত থেকে রক্ষা পেতে আত্রাই ও নাগর নদীর মোহনা বন্ধ করে স্থাপন করা বাঁধ অপসারনের দাবি জানিয়েছে এলাকাবাসী। শনিবার দুপুরে সিংড়া উপজেলার শিববাড়ি বাজারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এলাকাবাসীর অভিযোগ সিংড়া উপজেলার টেমুখ নওগাঁ এলাকায় আত্রাই ও নাগর নদীর মোহনায় বাঁধ দিয়ে ২ নদীর সংযোগ বন্ধ করার পর থেকে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্থ হয়ে পড়েছে। এর ফলে অকাল বন্যার কবলে পড়ে প্রতি বছর ফসল ও কৃষির ব্যাপক ক্ষতি হচ্ছে। বাঁধ অপসারণ করে সেখানে ব্রীজ বা রেগুলেটর স্থাপনের দাবি জানিয়েছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা রুস্তম আলী সহ ক্ষতিগ্রস্থ কৃষকরা।
Leave a Reply