এম,এ রাজ্জাক রাজশাহী ব্যুরো: নওগাঁর মান্দায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন শাহিনুর রহমান। গত ২১ জুলাই মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফফর হোসেনের বদলির পর দীর্ঘদিন ওসি পদ শূন্য ছিল। ওসির পদ শূন্য থাকায় মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরকার ভারপ্রাপ্ত হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছিলেন। গত ২৬ অক্টোবর মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরকার আনুষ্ঠানিক ভাবে নবাগত ওসি শাহিনুর রহমানের কাছে তার দায়িত্ব ভার হস্তান্তর করেন। আর নবাগত ওসি শাহিনুর রহমান ইতোপূর্বে নওগাঁ পোরশা থানায় অফিসার ইনচার্জ হিসেবে দ্বায়িত্ব পালন করেন। যোগদানকালে তিনি বলেন, মান্দা থানায় যোগদানের পর আমার প্রথম কাজ হবে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করা। পাশাপাশি আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়ে মান্দা উপজেলাকে একটি আদর্শ, নিরাপদ, মাদকমুক্ত ও মডেল থানা হিসেবে প্রতিষ্ঠিত করা। তিনি আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে উপজেলার সর্বস্তরের জনগণের স্ব-স অবস্হান থেকে সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply