চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে একটি কোয়েল পাখির খামার স্থাপন হওয়ায় পাখির পায়খানা থেকে ছড়াচ্ছে দূর্গন্ধ। এর ফলে দূষিত হচ্ছে পরিবেশ ও বায়ুমন্ডল। কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এই খারামটি স্থাপনা করেছেন ওই গ্রামের দুরুল হোদা ও তাঁর দুই ছেলে মো. বাবুল আলী (২৫) ও মো. রাকিব আলী(২০)
। পাখির মল থেকে দূর্গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকার আশপাশের বসবাসকারীরা পড়েছে চরম বিপাদে। তাঁরা এই দূর্গন্ধ পরিবেশ থেকে রক্ষা পেতে এলাকাবাসীর পক্ষে বিশ্বনাথপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. আওয়াল শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগও করেছেন। অভিযোগ পেয়ে অফিসার নির্বাহী অফিসার মো. সাকিব-আল-রাব্বি কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেনাউল ইসলামকে গ্রাম আদালতে শুনানী করে নিষ্পত্তি করার নিদের্শ প্রদান করেন।
এদিকে, খারামটি স্থাপনা মালিক বিশ্বনাথপুর গ্রামে দুরুল হোদা জানান, আমার ২ ছেলে শিক্ষা জীবন শেষ করে কোনো চাকরী না পেয়ে পেটের দায়ে এই খামারটি তৈরি করেছে। তবে, আমরা পরিবেশ রক্ষা করে খামারটি পরিচালনা করছি।
এব্যাপারে কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেনাউল ইসলাম জানান, অফিসার নির্বাহী অফিসারের নির্দেশ মোতাবেক অভিযোগটি গ্রাম আদালতে নেয়া হয়েছে এবং বিচারাধীন রয়েছে। বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা সম্ভব হবে না।
Leave a Reply