monetag
হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর দিকনির্দেশনায়, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান এর নেতৃত্ব শুক্রবার ৩০ অক্টোবর সকাল পৌনে ৯ টার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই আহসানুর সহ সদর থানা পুলিশের একটি চৌকস টিম চুয়াডাঙ্গা সদর থানাধীন ভালাইপুর মোড়ে অভিযান চালিয়ে একটি রেজিস্ট্রেশন বিহীন victor-r 100cc কালো রং এর মটরসাইকেল সহ মটরসাইকেল চালক/ আসামি ১। মোঃ জামাল উদ্দিন (৪৩) পিতাঃ নুরুল হক সাং হারদী থানাঃ আলমডাঙ্গা জেলাঃ চুয়াডাঙ্গা কে ৪০ ( চল্লিশ) বোতল ভারতীয় তৈরি কোডিন জাতীয় মাদক দ্রব্য ফেনসিডিল সমেত ( ওজনঃ ০৪ (চার) লিটার) হাতেনাতে আটক করে। আটককৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply