মোঃ জামিল হায়দার (জনি)
মেয়ের বুকের কান্না দেখেও চুপ করে যদি রও, সন্দেহ হয় তুমি তাহলে আসলে মানুষ নও। ধর্ষিতার যত নীরব কান্না ক্রোধের আগুন হয়ে, উঠুক জ্বলে তোমার কন্ঠে ভীষণ শ্লোগান হয়ে। এসব দেখে যতই তোমার দুঃখ জমুক বুকে, চলছে এসব, চলতে থাকবে যদি না দাঁড়াও রুখে।
Leave a Reply