monetag
স্টাফ রিপোর্টার: ২৯-১০-২০২০ অক্টোবর বাংলা ১৪ কার্তিক ১৪২৭ বঙ্গবাঙ্গ বৃহস্পতিবার আজ সাংবাদিক এনামুল কন্যা মুনতাহা ইসলামের ছষ্ঠ জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থী তার পিতা৷সকল ভাই এবং বন্ধুরা দোয়া করবেন মুনতাহা ইসলাম যেন জ্ঞান,বিদ্যা ও বুদ্ধিতে বড় হতে পারে৷ও আগামীর দিনগুলো যেন সুখে পার করতে পারে৷যেন কোন অশুভ শক্তি তাকে স্পর্শ করতে না পারে৷বড় হয়ে যেন সমাজে দশের একজন হতে পারে৷এবং আগামির পথ চলা যেন শুভময় হয়৷সাংবাদিক এনামুল বলেন আমার মেয়ের ষষ্ঠ জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া চাই আমার মেয়ে যেন মহা আল্লাহর অসীম দয়া নিয়ে সুস্থ ও সুন্দরভাবে আগামী দিনগুলোতে সকলে আর্শিবাদ সাথে নিয়ে বড় হয়৷এবং সমাজের একজন আদর্শবান সন্তানের পিতা হতে পারি৷ও আদর্শবান সন্তান হতে পারে আমার মেয়ে৷তাই সকল শ্রেনী পেশার মানুষের কাছে দোয়া চাই৷আমার মেয়ের জন্য৷
Leave a Reply