মোঃ জামিল হায়দার (জনি), নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের লালপুরে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার(২৯ অক্টোবর) দুপুরে নাটোর জেলা প্রসাশনের উদ্যোগে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় লালপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম চৌধুরী, জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রবিন আহম্মেদ, সহকারী শিক্ষা অফিসার রতন কুমার পাল, একাডেমিক সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলী প্রমূখ।
Leave a Reply