আরিফুর রহমান,মাদারীপুর ফ্রান্স সরকার কর্তৃক নিজেদের পৃষ্টপোষকতায় ইসলাম ও মুসলমান বিরোধী প্রকাশ্য অবস্থান নেওয়া ও প্রিয়নবী হযরত মুহাম্মদ স. এর ব্যঙ্গচিত্র প্রকাশের বিরুদ্ধে মাদারীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২৯ অক্টোবর) বিকেলে মাদারীপুর রেন্ট এ-কার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি মাওলানা জামিল হোসাইনের সঞ্চালনায় এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, ‘সরকারের অবস্থান পরিষ্কার করুন। আপনারা মুসলামনের ধোকা দিয়ে ওপরে-ওপরে সন্তুষ্ট রাখবেন আর ভেতরে ভেতরে মুসলমানদের দিয়ে পাশের দেশের বন্ধুদের মনোরঞ্জন করে খুশি করবেন এটা হতে পারে না। আমাদের দাবি, সংসদে বিল উত্থাপন করে ফ্রান্সের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জ্ঞাপন করেত হবে। তাদের সঙ্গে সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। বাংলাদেশে ইসলাম ও মহানবীর (স.) এর বিরুদ্ধে কটূক্তি বন্ধে কঠোর শাস্তির আইন পাস করতে হবে।’ একইসঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে নিন্দা জানানোর দাবিও জানান তাঁরা। সমাবেশে বক্তারা আরো বলেন, ‘বাংলাদেশের সরকারকে বলবো; এই দেশে শতকরা ৯২ শতাংশ মুসলাম বসবাস করে। প্রধানমন্ত্রী, আপনি বিভিন্ন সময় ভোট নেওয়ার কৌশল হিসেবে বলে থাকেন শরিয়া বিরোধী কোনো আইন পাস করবেন না। কিন্তু এত মুসলমান ও আলেমের দেশের প্রধানমন্ত্রী হয়েও ফ্রান্সের বিরুদ্ধে নিশ্চুপ কেন, তা এই দেশের মুসলমানরা জানেত চায়। আমরা পরিষ্কার করে বলছি, মুসলমানদের হলি খেলার পণ্য হিসেবে ব্যবহার করা যাবে না।’ এ সময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সহ-সভাপতি আজিজুল হক মল্লিক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহিন, প্রশিক্ষণ সম্পাদক মুফতি মিজানুর রহমান, ইসলামী যুব আন্দোলন মাদারীপুর জেলা শাখার সহ-সভাপতি মুফতি আল-আমিন বি.এ ওয়াহ্হাব, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম, শ্রমিকনেতা মাওলানা মামুনুর রশিদসহ সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। দীর্ঘ এই মিছিলে মাদারীপুরের প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয় বলে অনেকে দাবি করেছেন। এসময় তারা ‘প্রয়োজনে জীবন দেবো, হযরত মুহাম্মদ (স.) এর মান সম্মান নষ্ট হতে দেবো না’ বলে স্লোগান দেন। তারা ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান জানান। বিক্ষোভ মিছিলটি ইটেরপুলস্থ রফিক সুপার মার্কেট থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর ঈদগাহের সামনে গিয়ে শেষ হয়।
Leave a Reply