রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :

উখিয়ায় ৫০ লক্ষ টাকার ইয়াবাসহ যুবক আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ২১০ Time View

উখিয়া উপজেলা প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ব্যস্ততম স্টেশন কোটবাজারে অভিযান চালিয়ে ৯ হাজার ৯শ ৮০পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত যুবক হলো- উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রুপপতী এলাকার শামসুল আলমের ছেলে মোঃ আকতার মিয়া (২৫)। কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কোটবাজার লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সামনে কতিপয় মাদক কারবারি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করলে মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে আটক হয়। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ীর শপিং ব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৯শ ৮০পিস পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৯লক্ষ ৯০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense