মোঃ জামিল হায়দার (জনি), নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার হরিদা খলসী ও বানুরভাগ গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কমকর্তা দের নিয়ে পূণঃমিলনি অনুষ্ঠান পালিত হয়েছে। মহামারি করোনা ভাইরাস এর করণে সরকারি নিদেশ মোতাবেক ঘরোয়া ভাবে ও সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানটি পালিত হয়। ২৯ (অক্টোবর) বৃহস্পতিবার সকালে শুরু হয়ে বিকেল ৩ পযন্ত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিদর্শক সমবায় বিভাগ, জেলা সমবায় দপ্তর রাজশাহী মোঃ আব্দুল জব্বার, মডান টেকনিক্যাল এন্ড বিএম কলেজ বগুড়া সহকারী অধ্যাপক বাংলা আবু হুর ফরাজি, সহকারী ব্যবস্থাপক বিটিসিএল নাটোর আব্দুস সাত্তার প্রাং, অবসরপ্রাপ্ত সরকারি সিনিয়র কমকর্তা-কর্মচারী, হরিদা খলসী সঃপ্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ফাতেমা বেগম, হরিদা খলসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুস সাত্তার মন্ডল, হরিদাখলসী সঃপ্রাঃ ও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, অত্র ওয়ার্ডের ইউঃপিঃ সদস্য মোজ্জামেল হক সহ এলাকার ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সহযোগিতা করেন শাপলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক, নাটোর। অনুষ্ঠান পরিচালক ডাঃ মোঃ ইসহাক আলী এমবিবিএস, প্রান্তন উপ-পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
Leave a Reply