মোঃ জামিল হায়দার (জনি), নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা কে সাময়িক বহিস্কার করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়। গত ২৮ তারিখ মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা যায়, ২০২০ সালের ১লা জানুয়ারী ছাতারদিঘী তে যাবার পথে শিক্ষক মতিয়ার রহমান মিলনের উপর হামলা হয়। হামলার হুকুমদাতা হিসেবে সিংড়া থানায় মামলা হয় চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলার বিরুদ্ধে। মামলার বেশকয়েকজন কে আসামী করা হয়। মামলা নং ০২/২০। এ বিষয়ে মামলার বাদী মতিয়ার মিলনের ফোন বন্ধ পাওয়ায় তাঁর বক্তব্য নেয়া যায়নি। চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা জানান, এ বিষয়ে আমি জড়িত নই। আমার উপস্থিতিতে এমন ঘটনা ঘটেছিলো মাত্র। উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু জানান, এ বিষয়ে আমি এখনো কোনো চিঠি পাইনি। তবে চিঠি ইস্যু হয়েছে। বিষয়টি শুনেছি। নাটোর জেলা ডিডিএলজি দপ্তরে চিঠি রয়েছে বলে জানতে পেরেছি।
Leave a Reply