বায়েজিদ শেখ গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ জেলা শহরের প্রেস ক্লাবের সামনে আজ সকাল ১১ টার সময় গোপালগঞ্জের ইসলামী জনতা নবীজীকে নিয়ে ব্যাঙ্গচিত্র করার প্রতিবাদসরূপ ফ্রান্স বিরোধী এক মানববন্ধনে অংশ নেয়। সেখানে হাজার হাজার কওমী মাদ্রাসার শিক্ষার্থীসহ অনেক সাধারণ জনগনও উক্ত মানববন্ধনে অংশ নেয়। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ(স) কে নিয়ে সম্প্রতি ফ্রান্সে ব্যাঙ্গচিত্র তৈরি করায় বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলীম সম্প্রদায় তার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলে। তার ই ধারাবাহিকতায় আজ ২৮ অক্টোবর,২০২০ গোপালগঞ্জের এতিহ্যবাহী গওহরডাঙ্গা কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক এক ফ্রান্স বিরোধী মানববন্ধনের আয়োজন করা হয়। গওহরডাঙ্গা মাদ্রাসার মহাতামিম আলহাজ্ব হযরত রুহুল আমিনের নেতৃত্বে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। গওহরডাঙ্গা মাদ্রাসাসহ গোপালগঞ্জের বিভিন্ন কওমী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার ,ফেস্টুন হাতে নিয়ে, ফ্রান্স বিরোধী স্লোগানের সহিত উক্ত মানববন্ধনে অংশ নেয়। আমন্ত্রিত বিভিন্ন ওলামায়ে কেরাম উক্ত মানববন্ধনে উপস্থিত হয়ে ফ্রান্স বিরোধী বিভিন্ন বক্তব্যের পাশাপাশি ফ্রান্সের উক্ত কাজের তীব্র নিন্দা জানিয়ে জনগন ও সরকারের প্রতি ফ্রান্স পন্য বয়কটসহ ফ্রান্সের সাথে সমস্ত বৈদেশিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। ওলামায়ে কেরামের মতে, ফ্রান্সের এরকম মুসলীম বিরোধী কর্মকান্ডের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য যদি তৃতীয় বিশ্বযুদ্ধের ও সূচনা হয় তাতেও আমরা মুসলিম সম্প্রদায় বিন্দুমাত্র ছাড় দেবো না।
Leave a Reply