নিজস্ব প্রতিবেদকঃ বেনাপোল পৌরসভার দিঘীরপাড়-ছোট আঁচড়া বাইপাস সড়কের উপরে বেনাপোল পৌরসভার লাইট পোস্ট হেলে পড়ায় পাথর বোঝাই ভারতীয় ট্রাক (ডই-২৫ঈ১১৯১) উল্টে খাদে পড়ে গেছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আনুমানিক রাত সাড়ে ৮ টার সময় পৌরসভার দিঘীরপাড়- ছোট আঁচড়া বাইপাস সড়কের ভবারবেড় গ্রাম সংলগ্ন এই সড়কে দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান বেনাপোল পৌরসভা ছোট আঁচড়া মোড় থেকে দিঘিরপাড় মোড় পর্যন্ত পৌরসভার স্থাপিত লাইটপোস্ট দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় অন্ধকারের মধ্যে বিভিন্ন যানবাহন চলাচল করে এ কারনে রাতে প্রায় এ সড়কে ছোট বড় দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে এলাকাবাসীরা বলেন, পৌরসভার লাইটপোস্ট মেন সড়কে হেলে পড়ার কারণে বাংলাদেশী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে পাথর বোঝাই ভারতীয় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।এসময় এলাকাবাসীরা ভারতীয় ট্রাক ড্রাইভার কে উদ্ধার করেন।
বেনাপোল পোর্ট থানার জরুরী টিমের দারোগা বলেন, ওসি সাহেবের মাধ্যমে সংবাদটি জানার পর ঘটনাস্থল পরিদর্শনে এসে দেখতে পাই বাইপাস সড়ক এলাকায় পাথর বোঝাই ভারতীয় ট্রাক সড়কের পাশে খাদে উল্টে রয়েছে। এ সময় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
Leave a Reply