এম,এ রাজ্জাক রাজশাহী ব্যুরোঃ নওগাঁর মান্দায় ছেলে কতৃক নির্যাতনের স্বিকার বাবা।তার জের ধরে ছেলের বিরুদ্ধে মঙ্গলবার বাবা মান্দা থানায় অভিযোগ করেছেন জাবের অালী নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মান্দা উপজেলার হোসেনপুর গ্রামে। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ভয়ভীতি দেখানোসহ খুন জখমের হুমকি প্রদান এবং একাধিকবার মারপিট করার কারণেই এ অভিযোগ করা হয়েছে বলে অভিযোগসূত্রে জানা গেছে।এছাড়াও সাংসারিক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে,বাড়ি ভাংচুর, একাধিকবার মারপিট করায় বিবাদীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ার পর থানা থেকে প্রসিকিউশন দাখিল করার পর কোর্ট থেকে জামিনে বেড়িয়ে এসে পূনরায় অাগের মত অত্যাচার শুরু করেছে বলে ভূক্তোভূগী জানান। অভিযুক্তরা হলেন, জাবের অালীর ছেলে হায়দার অালী, হায়দার অালীর স্ত্রী রাজিয়া বেগম এবং ছেলে ইমরান অালী। অভিযুক্ত হায়দার,ইমরান ও রাজিয়া তাদের বিষয়ে অানীত অভিযোগ অস্বীকার করে বলেন, অামাদের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট এবং ভিত্তিহীন। অামরা কাউকে মারপিট করিনাই। অামরা খুব অসহায়। অার সেজন্য অামাদেরকেই মারপিট করে অামাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। অামরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। স্থানীয় এলাকাবাসী একরাম,অাবজাল হোসেন, রহিমা, জানান,বিবাদীরা অসহায় হওয়া তাদের বিরুদ্ধে এই সব মিথ্যা অভিযোগ থানায় করা হয়েছে। এব্যাপারে মান্দা থানার ওসি-তদন্ত তারেকুর রহমান সরকার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় অাইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply