মোঃ জামিল হায়দার (জনি), নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোর সদর উপজেলার লক্ষীপুর পশ্চিমপাড়া এলাকায় পুকুরে ডুবে জিসান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়। আজ সোমবার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায় শিশুটি। নিহত জিসান ওই গ্রামের কৃষক মিজানের ছেলে। এলাকাবাসী জানায়, সোমবার দুপুর ২টার দিকে শিশু জিসান বাড়ির পাশের একটি পুকুরে পরে ডুবে যায়। পরিবারের লোকজন খোজাখুজি করেও তার সন্ধান পায়না। পরে বেলা সাড়ে তিনটার দিকে ওই পুকুরে শিশুটির মৃত দেহ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয় প্রতিবেমীরা। শিশুটিকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেয়া হলে তিনি মৃত ঘোষণা করেন।
Leave a Reply