হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল খালেক সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার মহা নবমীতে গতকাল রবিবার ২৫ অক্টোবর সন্ধ্যা ৭ টায় দামুড়হুদা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে পরিদর্শন করেন। এ সময় তিনি মণ্ডপে মণ্ডপে ঘুরে ওসি আব্দুল খালেক বলেন মাস্ক ছাড়া কেউ পূজা মণ্ডপ প্রবেশ করতে পারবে না, মাস্ক ব্যবহার করতে হবে সবাইকে। পূজা মণ্ডপ কমিটির সভাপতি বাপ্পি কুমার কে প্রচার করার জন্য বলা হয়েছে- যে অবশ্যই মাস্ক পরতে হবে। ওসি আব্দুল খালেকের পরিদর্শন কালে তার সাথে উপস্থিত ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম (মানিক) এস.আই আমজাদ, এ এসআই সাইদুর জামান সাঙ্গদ,কনস্টেবল শরিফুল ইসলাম, দূর্গাপুজার মন্ডপগুলো ছিল অনেকটাই নিরব-নিথর। তবে সুষ্ঠু ভাবে পূজা উদযাপন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ব্যাপক ভুমিকা পালন করে যাচ্ছে।
Leave a Reply