জাকিরুল ইসলাম গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে এক কবিরাজের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে মামলা করেছেন এক নারী পোশাক শ্রমিক।
শনিবার (২৪ অক্টোবর) সকালে শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামের নজরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া কবিরাজ আবুল হাশেমের বিরুদ্ধে মামলা দায়ের করে এক নারী পোশাক শ্রমিক।
পুলিশ ও ভূক্তভোগী জানান, শুক্রবার সকালে চিকিৎসার জন্য কবিরাজের কাছে গেলে তাকে চেতনা নাশক ঔষধ পানির সাথে মিশিয়ে খায়ানো হয়। পানি খাওয়ার পর তিনি শারিরীকভাবে র্দুবল হয়ে পড়লে একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন জানান, ধর্ষককে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply