নিজস্ব প্রতিবেদকঃ উখিয়া উপজেলা অন্তরগত ০৩ নং হলদিয়া পালং ০৬ নং ওয়ার্ড়ের মৌলভী পাড়ায় অবস্হিত ইসলাহী জোড়ের মাহফিল আগামী ১৩-০১-২০২১ সালে দিন ধার্য্য করা হয়েছে।
উক্ত মাহফিলের আমিরে পায়সল হাফেজ মাওলানা ছৈয়দ আলম বলেন আমরা প্রতিবছর নিয়েও এই বছর ও অনেক কষ্টের মাধ্যমে মাহফিলের দিন ধার্য়্য করা হয়েছে,এবং আগামী ১৩-০১২০২১সালে আমাদের মাহফিল হবে এবং তিনি এলাকাবাসীর সহযোগিতায় মাহফিলের দিন ধার্য্য করা হয় সাথে এলাকার সহযোগিতা কামনা করছি।
ইসলাহী জোডের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুফতি নুরুল ইসলাম বলেন আল্লাহ তা’য়ালার কাছে প্রার্থনা করছি যে করোনা কালিন সময়ে আমাদের মাহফিলটা সুষ্ট ভাবে পরিচালিত হয়, এবং এলাকাবাসীর জন্য হেদায়তের উসিলা হয়।
উক্ত মাহফিল সফলতার জন্য সকলের দোয়া কামনা করছি।
Leave a Reply