মোঃ জামিল হায়দার (জনি), নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরে চালককে হত্যা করে ব্যাটারি চালিত অটো ভ্যান ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাই হওয়া ভ্যান, ব্যাটারি ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২০অক্টোবর নাটোর সদর উপজেলার গাংগইল এলাকায় বিদ্যুৎ কুমার নামের এক ভ্যান চালককে নৃশংসভাবে হত্যা করে ভ্যান ছিনতাই করে দুস্কৃতিকারীরা। এঘটনায় অজ্ঞাতদের নামে সদর থানায় মামলা দায়ের করে নিহতের পিতা নির্মুল কুমার সরকার। পরে নাটোর জেলা পুলিশ অভিযান চালিয়ে গতরাতে সিংড়া উপজেলার হাতিয়ান্দাহ গ্রাম থেকে রিপন হোসেন এবং দুলাল প্রামানিক নামে দু’জনকে গ্রেফতার করে। পরে জেলা পুলিশ সুপার এক প্রেস ব্রিফিংয়ে জানান, হত্যাকাণ্ডের ৪৮ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন এবং আসামীদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক ভাবে আসামীরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
Leave a Reply