
মোঃ জামিল হায়দার (জনি), নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোর জেলার নলডাঙ্গা পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এখনো তফসিল ঘোষনা হয়নি। তবে ইতিমধ্যেই নলডাঙ্গা পৌরসভার সব এলাকায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেনি।
পৌরবাসীদের মধ্যে নির্বাচন নিয়ে তেমন কোন আগ্রহ দেখা যাচ্ছে না। নির্বাচনের যতই দিন এগিয়ে আসবে ততই নির্বাচন মুখী হয়ে উঠবে পৌরবাসী বলে মত দিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। সম্ভাব্য প্রার্থীরা মাঠে ময়দানে আগাম প্রচারে সরব হয়ে উঠেছে। অনেকেই ভোটারদের সাথে কুশল বিনিময় কর্মী সমাবেশ শুরু করেছেন। তবে সবচেয়ে বেশি মনোনয়ন নিয়ে তোড়জোড় শুরু করেছে ক্ষমতাসীন দল আ’লীগে সম্ভাব্য প্রার্থীরা।
নলডাঙ্গা পৌরসভায় ক্ষমতাসীন আ’লীগের ০৯ জন সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন। মনোনয়ন পেতে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের গোপনে চলছে তোড়জোড়। বিরোধীদল জাতীয় পার্টি ও জামায়াতের মেয়র প্রার্থীদের কোন প্রকার তৎপরতা দেখা যাচ্ছে না। তবে কিছু কিছু ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরাও মনোনয়ন পেতে দোড় ঝাঁপ শুরু করেছেন।
সরকারী দল আ’লীগের মনোনয়ন দৌড়ে রয়েছেন, বর্তমান প্যানেল মেয়র ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব সাহেব আলী, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আওয়ব আলী মন্ডল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি, পৌর আ’লীগের সভাপতি ও ৪নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিল মোঃ শরিফুল ইসলাম পিয়াস, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র শফির মন্ডল এর পুত্র মোঃ মনিরুজ্জামান মনির,পৌর আ’লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক,মানবাধিকার বাস্তবায়ন সংস্থা নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজমুল করিম (সুখচাঁন), পৌর যুবলীগের সম্পাদক ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শুকুর আলী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান (মুকু), উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ আলমগীর হোসেন।
এছাড়ও বিএনপির মনোনয়ন দৌড়ে রয়েছেন, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আবাস আলী নান্নু,নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক ও পৌর বিএনপির সাবেক আহবায়ক হাফিজুর রহমান হাফিজ।
মনোনয়র প্রত্যাশিদের সকলেই জানিয়েছেন দলীয় মনোনয়ন পেলে তারা ভোট যুদ্ধে থাকবেন।
এব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আগামী ডিসেম্বর মাসে নলডাঙ্গা পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হবে। আমারা মেয়াদ উত্তীর্ণের তালিকা পাঠিয়েছি। নির্বাচনে কমিশন তফসিল ঘোষনা করলে আমাদের নির্বাচনের সকল প্রস্তুতি রয়েছে।
Leave a Reply