সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের মুকসুদপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে বিএনপি নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ কালকিনিতে প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল সবজির দামে স্বস্তি, চড়া ডিম মুরগির বাজার বিডিআর বিদ্রোহের দিন কী ঘটেছিল, জানালেন সাবেক সেনাপ্রধান মইন জাতিসংঘ অধিবেশনে ড. ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন যারা ৫ আগস্টের পর আরেকটি দল লুটের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: ফয়জুল করীম লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন কোটালীপাড়ায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে রংপুরে শহীদি মার্চ পালন ডিএমপির ১১ উপপুলিশ কমিশনারকে বদলি

মহাদেবপুরে হামলার শিকার কমজমি কিনে বেশী জমি জবরদখলের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ১৯৫ Time View
এম,এ রাজ্জাক রাজশাহী ব্যুরোঃ নওগাঁর মহাদেবপুরে হামলার শিকার হওয়া বাড়ীর মালিক কম জমি কিনে বেশী জমি ভোগদখল করছেন বলে অভিযোগ করা হয়েছে। এনিয়ে গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন মহলে তোলপাড় চলছে। গত রোববার সকালে উপজেলা সদরের থানা ভবনের বাউন্ডারী ওয়ালের উত্তর-পূর্ব কোণে অবস্থিত মৃত হোমিও ডাক্তার নূর মোহাম্মদের ছেলে তৌহিদুজ্জামান ও অপর ছেলে জামায়াত নেতা শহীদুল ইসলাম ফারুকের দীর্ঘদিন ধরে ভোগদখল করা বাড়ীর একাংশসহ ৬ শতক সম্পত্তি প্রতিপক্ষরা দখল করে নেয়। খবর পেয়ে থানা পুলিশ সেখান থেকে ২ জনকে আটক করে। পরে তৌহিদুজ্জামান বাদী হয়ে মহাদেবপুর থানায় ওই ২ জনসহ মোট ১৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরদিন বাকী ১৫ জন নওগাঁ কোর্টে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক ১৭ জনেরই জামিন মঞ্জুর করেন। জামিনে মুক্ত হয়ে প্রতিপক্ষ উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ইটালী গ্রামের মৃত রহিম উদ্দিন বক্সের ছেলে আনোয়ার হোসেন মঞ্জু ও তার ভগ্নিপতি সাখাওয়াত হোসেন লাকি সাংবাদিকদের জনান যে, তৌহিদ ও ফারুকের পিতা কম জমি কিনে বেশী জমি ভোগদখল করে আসছেন। এনিয়ে অনেকবার সরেজমিনে মাপজোক করা হলে বেশী জমি দখলের বিষয় প্রমাণ হয়। কিন্তু তারা অতিরিক্ত জমির দখল ছেড়ে দিতে রাজি হননি। এনিয়ে একাধিকবার ইউনিয়ন পরিষদ ও থানায় অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু তারা কোথাও হাজির হননি। ওয়ারিশসূত্রে পাওয়া তাদের ৩৫৮ দাগের ৬ শতক সম্পত্তি তৌহিদ ও ফারুক অবৈধভাবে এতদিন দখলে রেখেছিলেন। সেটিই তারা নিজেদের দখলে নিয়েছেন বলে জানান। ঘটনার পর তৌহিদ থানায় যে মামলা দায়ের করেছেন সেখানে উল্লেখ করেছেন যে, তাদের ৩৫৬ দাগে মোট ১৪ শতক এবং ৩৫৯ ও ৩৬১ দাগে মোট সাড়ে ৩ শতক সম্পত্তি কিনে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। সেই জমি প্রতিপক্ষরা দখলের উদ্দেশ্যে টিন দিয়ে বেড়া দেয়। উভয়পক্ষের জমির কাগজপত্র দেখে ও সরেজমিনে গিয়ে দেখা যায় যে, তৌহিদের পিতা তিনটি দাগে মোট সাড়ে ১৭ শতক জমি কিনেছেন। তিনটি দাগ একে অপরের থেকে দূরে দূরে অবস্থিত হলেও তারা শুধুমাত্র ৩৫৬ ও তৎসংলগ্ন দাগে একই জায়গায় প্রায় ২০ শতক সম্পত্তি দখলভোগ করে আসছেন। অন্য দুই দাগের জমি তৃতীয় আরেকটি পক্ষ দখল করছেন। জানতে চাইলে শহীদুল ইসলাম ফারুক স্বীকার করেন যে, ৩৫৬ দাগের ১৪ শতক বাদে বাকী জমির দখল রয়েছে ৩৫৮ দাগে। ৩৫৮ দাগের মূল মালিক প্রতিপক্ষ মঞ্জু ও লাকির মৌরশ আবদুর রহিম বক্স। তবে তিনি দাবী করেন যে, তার দখল রয়েছে সাবেক দাগে

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category