হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পুলিশের পৃথক অভিযানে ১০৯ বোতল ফেন্সিডিল ও ৯ বোতল কেরুর ফরনিয়ার মদ ও ৬ লিটার বাংলা মদ উদ্ধার এবং একজন নারীসহ পাঁচজন পুরুষ মাদক ব্যাবসায়িকে আটক করেছে পুলিশ।
আইজিপি মহোদয়ের নির্দেশে এবং চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর দিকনির্দেশনায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহাব্বুর রহমান এর নেতৃত্বে। শুক্রবার ২৩ অক্টোবর রাত সাড়ে ৩ টার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই মহিউদ্দিন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দর্শনা থানাধীন আনোয়ারপুর এলাকার হঠাৎপাড়ার ওয়াহাব কারীর ছেলে হাসান আলী (৩০), আঃ হামিদ এর ছেলে মোঃ ইন্তাজ আলী (২২), মৃত আঃ মান্নানের ছেলে মোঃ জুলহাস (৪৬) কে আটক করে পুলিশ। এ সময় আটককৃত আসামিদের কাছ থেকে ৫২ ফেন্সিডিল উদ্ধার করা হয়। এবং সকাল ৮ টার সময় দর্শনা থানাধীন কেরু গেটের সামনে পাকা রাস্তা উপর হতে ৯ বোতল কেরুর ফরনিয়ার মদ ও ৬ লিটার বাংলা মদ সহ দুই জন মাদক ব্যাবসায়িকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে উভয় আসামি দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের শ্রী দুলাল দাসের ছেলে শ্রী স্বপন কুমার দাস, শ্রী নিমাই দাসের ছেলে শ্রী প্রদীপ কুমার দাস, এবং পরবর্তীতে সকাল সাড়ে ১১ টার সময় দর্শনা থানাধীন জয়নগর এলাকার আ: মান্নানের বাড়ির সামনে থেকে ৫৭ বোতল ফেনসিডিলসহ পুলিশ হাতেনাতে আটক করে সালেহা বেগম (৪০) কে। জানা গেছে দর্শনা শ্যামপুর গ্রামে স্বামী মোঃ ফজলুর রহমানে স্ত্রী সালেহা বেগম। দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল বলেন আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
Leave a Reply