
হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২২ অক্টোবর সকাল ১০ টার সময় দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে নারীর প্রতি সহিংসতা রোধে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে কার্যক্রম শুরু করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন, দামুড়হুদা উপজেলার ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন সহ উপজেলা কর্মকর্তা গন এবং স্থানীয় লোকজন ও সাংবাদিক নেতৃবৃন্দ।
Leave a Reply