জালাল উদ্দিন কক্সবাজার প্রতিনিধিঃ উখিয়া উপজেলা অন্তর গত ৩নং হলদিয়া পালং ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড়ের উন্মুক্ত ওয়ার্ড সভা করা হয়। উন্মুক্ত ওয়ার্ড সভায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন মৌলভী পাড়া ইসলামি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক জনাব মাওানা জমির উদ্দিন।
২০২১-২০২২ ভি.জি.ডি চক্রের উপকারেভোগী মহিলা নির্বাচন করেন।
প্রধান অতিথি জনাব মোহাম্মদ অধ্যক্ষ শাহ আলম বলেন ২০২০ সালে পাঁচশত পরিবারকে ভি.জি.ডি কার্ড দেওয়া হয়েছিল, এই বছর ও আরো পাঁচশত পরিবারকে ভি.জি.ডি কার্ড দেওয়া হবে। তিনি আরো বলেন আমার কাছে বিভিন্ন ওয়ার্ড় থেকে ভি.জি.ডি কার্ড বিক্রি করছে এই অভিযোগ আসে, সেই জন্য আমি হলদিয়া পালং প্রত্যেক ওয়ার্ড়ে উন্মুক্ত ওয়ার্ড সভা আয়োজন করেছি। তিনি প্রত্যেকের কাজ থেকে আই ডি কার্ড গ্রহণ করেন।
বিশেষ অতিথি ০৬নং ওয়ার্ড়ে ইউপি সদস্য জনাব শামশুল আলম বলেন আমার ওয়ার্ড়ে গরিব মানুষদের পাশে সব সময় আমি ছিলাম, এবং তিনি আরো বলেন আমি সব সময় আমার ওয়ার্ড়ের মানুষের সেবায় থাকবো বলে অঙ্গিকার করছি।
উক্ত উন্মুক্ত ওয়ার্ড সভায় সভাপতিত্ব করেন ০৩নং হলদিয়া পালং ইউনিয়নের ৪-৫ ও ৬ নং ওয়ার্ড়ে সংরক্ষিত ইউপি সদস্য জনাবা জয়নাব আলম লিপি।
এলাকার জনগন দৈনিক দুরন্তকে জানান আমরা আগে তেমন সরকারি সুবিধা পেতাম না, আমাদের চেয়ারম্যান আমাদেরকে ভি.জি.ডি কার্ডসহ অনেক সুবিধা দিচ্ছে, তাই আমরা আমাদের চেয়ারম্যানের জন্য হাজার হাজার দোয়া করি এবং আমরা আগামীতে ভোট দিবো বলে জানান।
উক্ত উন্মুক্ত ওয়ার্ড সভায় উপস্থিত ছিলেন মৌলভী পাড়া ইসলামি ইবতেদায়ী মাদ্রাসার সুপার জনাব মাওলানা ছুরোত আলম, বর্তমান চেয়ারম্যানের সহধর্মী জনাবা জাহানারা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী জনাব ছালেহ আহম্মদ,জনাব এ কে এম মোজ্জামেল হক,বর্তমান ০৬ নং ওয়ার্ড়ের গ্রাম পুলিশ জনাব শাহ আলম,জনাব শাহাজাহন,জনাব শফিউল আলম শফি,
Leave a Reply