রণিকা বসু(মাধুরী) বিশেষ প্রতিনিধি:বাগেরহাটে স্বতন্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করন ঘোষনার দাবীতে শিক্ষকদের জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মানববন্ধন অনূষ্ঠিত হয়েছে৷২১-১০-২০২০ বুধবার ১১ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷উক্ত মানবন্ধনে সভাপত্বিত করেন হাফেজ মাওলানা মাহামুদুল হাসান৷ আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফেজ মাওলানা কাজী ফয়েজুর রহমান, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শামসুল হক আনছারী, সিনিয়র সহ সভাপতি মাওলানা মতিয়ার রহমান, মোল্লা মুদ্দাসসির আলী,মোঃ মশিউর রহমানসহ বাংলাদেশ স্বতন্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক পরিষদের বাগেরহাট সদর উপজেলা সভাপতি মাওলানা আঃ আজিজ, আঃসালাম ফারহাদ, মাওলানা মিজানুর রহমান প্রমুখ৷এই মানববন্ধনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সকল শিক্ষকদের দাবি গুলো তুলে ধরা হয়৷
দাবিগুলোর মধ্যে (১)প্রাইমারীর ন্যায় সকল স্বতন্র ইবতেদায়ী মাদ্রাসা মুজিব বর্ষে জাতীয়করনের ঘোষনা৷(২)কোড বিহীন মাদ্রাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্ত করণ৷(৩)স্বতন্র ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালা ২০১৮ সংশোধন করে আলিম শিক্ষক ১ জনের পরিবর্তে এইচ এসসি পাশ ১ জন অন্তর্ভুক্ত করন৷(৪)প্রাইমারীর ন্যায় স্বতন্র ইবতেদায়ী মাদ্রাসার অফিস সহায়ক নিয়োগ৷(৫)প্রাইমারী ন্যায় স্বতন্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরকে পিটিআই ট্টেনিং এর ব্যবস্থা করন৷(৬)প্রাইমারী ন্যায় স্বতন্র ইবতেদায়ী মাদ্রাসায় আসবাবপত্রসহ ভবন নির্মান৷(৭)প্রাইমারীর ন্যায় স্বতন্র ইবতেদায়ী মাদ্রাসার স্থায়ী রেজিট্টেশনের ব্যবস্থা করন৷
মানববন্ধনে বক্তারা বলেন ২০১৮ সালে ১লা জানুয়ারী থেকে ১৬ জানুয়ারী পর্যন্ত বাংলাদেশ স্বতন্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির অবস্থান ধর্মঘট ও অন্নশন চলাকালীন সময় সরকারের নির্দেশে সচিব মহোদয় আন্দোলন স্থলে এসে শিক্ষকদের দাবী মেনে নেওয়ার আশ্বাস দেন৷কিন্তু আজও তা বাস্তবায় হয়নি৷১৫১৯ টি মাদ্রাসার শিক্ষকগন ৩৪ বছর যাবৎ বেতন ভাতা থেকে বণ্ঞ্চিত৷চলমান মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯)এর প্রভাবে সারা দেশে বেতন ভাতা থেকে বঞ্চিত কর্মরত স্বতন্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানবেতর জীবনযাপন করছে৷তাই এই সকল শিক্ষদের একমাত্র প্রানের দাবী স্বতন্র মাদ্রাসাগুলো দ্রুত বেতন ভুক্ত হোক৷
বক্তারা আরো বলেন তাদের দাবীগুলো যতদিন মেনে না নেওয়া হবে ততদিন তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন৷এবং আবার ও ২০১৮ সালের মত ধর্মঘট ও আমরন অন্নশনে বসবেন৷তাদের একটাই দাবী সরকারের কাছে মাননীয় প্রধানমন্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গ বন্ধুর কন্যা তাদের এ দাবী মেনে নিবেন৷এবং তারা বলেন তাদের দাবী মেনে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে৷
Leave a Reply