হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা জেলার ভারতের সীমান্তবর্তী জয়নগর চেকপোস্ট ও গেদে বর্ডার পরিদর্শন করেন ভারতের নয়াদিল্লিতে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশী হাইকমিশনার জনাব এইচ.ই মোঃ ইমরান এবং ডেপুটি হাই কমিশনার জনাব তৌফিক হাসান মহোদয়। বুধবার ২১ অক্টোবর বিকাল ৩ থেকে ৫ টা পর্যন্ত ভারতের সীমান্তবর্তী জয়নগর চেকপোস্ট ও গেদে বর্ডারের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা- ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি, কাস্টম ডিসি কর্মকর্তা, দামুড়হুদা উপজেলার নির্বাহী অফিসার দিলারা রহমান, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান সহ জেলা কর্মকর্তাগন।
Leave a Reply