মোঃ জামিল হায়দার (জনি), নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ আবুবক্কর সিদ্দীক রকির সাথে সিংড়া উপজেলার কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় টিবিএম কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে তিনি বলেন, আমি ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি। মানুষের কল্যানে কাজ করি। শিক্ষকতার পাশে থেকে জনসেবা করতে চাই। দল যদি আমাকে মনোনিত করে সবাইকে সাথে কাজ করবো। এজন্য সবার সার্বিক সহযোগিতা এবং দোআ কামনা করেন।
তিনি আরো বলেন, নদী ভাঙ্গন রোধ, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা দুর, শিশুদের মানসিক বিকাশ, শিক্ষার মান উন্নয়ন, উন্নত প্রশিক্ষনসহ সিংড়া পৌরসভার বাঁকিকাজ দ্রুততার সাথে সমাপ্ত করবো, সমস্যা গুলো চিহ্নিত করে সমাধান করে সিংড়া পৌরসভাকে আধুনিক করে গড়ে তোলা হবে। আলোকিত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এসময় মডেল প্রেসক্লাব সহ গণমাধ্যম কর্মীরা ও কলম ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম এবং তাঁর শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply