গাজীপুর জেলা প্রতিনিধিঃ সরকারি চাল কারসাজি করে বাইরে বিক্রির দায়ে গাজীপুরে এক ইউপি সদস্যের কাছ থেকে চালের দাম বাবদ এক লাখ আট হাজার টাকা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোতাহার হোসেনের কাছ থেকে ওই অর্থ আদায় করেন ইউএনও ইসমত আরা।
এছাড়া স্থানীয় চালের ডিলার দুলাল মিয়াকেও ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও ইসমত আরা বলেন, ইউপি সদস্য মোতাহার এবং ডিলার দুলাল যোগসাজশ করে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত তিন বছরে ২০ জন সুবিধাভোগীর প্রাপ্য ১০ টাকা কেজি দরের ১০ টন ৮০০ কেজি চাল অন্য জায়গায় বিক্রি করে দেন।
মঙ্গলবার ঘটনার সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিলারকে জরিমানা এবং ইউপি সদস্যকে চালের দামের সমান অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
Leave a Reply