গত শনিবার (১৭ অক্টোবর) কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক ইনানী, দৈনিক কক্সবাজার প্রতিদিন ও উপকূল বার্তা নামক অনলাইন পোর্টালে প্রকাশিত “পেকুয়ায় রিক্সা থামিয়ে যুবককে পিঠিয়ে টাকা ছিনিয়ে নিল দূর্বৃত্তরা”আমার বিরুদ্ধে এমন একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত সংবাদে উল্লেখ করা হয়েছে যে,শনিবার (১৭অক্টোবর) রাত ৯টার দিকে পেকুয়া সদর শেখেরকিল্লা ঘোনা এলাকার আবু তাহেরের ছেলে মোঃ তারেকের নেতৃত্বে ৩/৪ জনের একটি সংঘবদ্ধ দল উপজেলার ৭ নং ওযার্ডের আঁধাখালী এলাকার নাছির উদ্দিন মোহছেন এর ছেলে জাহেদুল ইসলাম অটোরিক্সা (মিশুক) যুগে বাড়ি ফেরার পথে পেকুয়া আদর্শ মহিলা মাদ্রাসা গেইটের সামনে গাড়ি থামিয়ে হাতুড়ি দিয়ে পিঠিয়ে মোবাইল ফোনসহ নগদ ৪৭ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নিয়েছে এমনটাই প্রকাশ করা হয়েছে সংবাদে।
অভিযোগকারী জাহেদুল ইসলাম একজন খারাপ প্রকৃতির লোক। পেকুয়ায় বিভিন্ন চুরি-ডাকাতি,ছিনতাই, নারী কেলেঙ্খারী সহ বেশকিছু অপরাধ কর্মের সাথে জাহেদ সরাসরি জড়িত। অথচ তাঁর অপকর্ম ঢেকে বাখার জন্য আমাকে ফাঁসানো হচ্ছে। ১৭ অক্টোবর ঘটনার দিন সন্ধা ৬টা থেকে পরদিন ১৮অক্টোবর সকাল ৮ টা পর্যন্ত আমি বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাাঁটি পেকুয়া মঘনামায় আমি কর্মরত অবস্থায় ছিলাম। শনিবার যেখানে সন্ধা ৬ টা থেকে আমি সাবমেরিনে কর্মরত অবস্থায় ছিলাম, সেখানে কি করে আমার নামে ছিনতাইয়ের মতো একটি মিথ্যা ঘটনায় জড়িয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসীদের ইন্দনে জাহেদ আমাকে জড়িয়ে এমন মিথ্যা সংবাদ প্রকাশ করতে বাধ্য করা হয়েছে। যার অজুহাতে আমাকে ফাঁসানো হচ্ছে। এমনাকি তাদের দেওয়া কোন তত্বের সত্যতা ও তাাঁরা দেখাতে পারেনি। আমি একজন কলেজ ছাত্র। আমার বিরুদ্ধে এমন একটি মিথ্যা বনোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সংশ্লিষ্ট প্রশাসনের নিটক আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
প্রতিবাদকারী মোঃ তারেক পিতা- আবু তাহের সাং-শেখেরকিল্লা ঘোনা পেকুয়া,কক্সবাজার
Leave a Reply