মোঃ জামিল হায়দার (জনি), নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোর জেলা ট্র্যাক্টর মালিক সমিতির সাধারন সম্পাদক আহসান হাবিব রোজের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে হামলা ও তাঁকে মারপিটসহ নগদ টাকা লুটের ঘটনায় তীব্র নিন্দা, আসামীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে সিংড়া উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার ৩০ টি সংগঠনের নেতৃবৃন্দের জরুরী বৈঠকে দ্রুত আসামীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় নতুবা কর্মবিরতি, অবরোধের হুমকি দেন শ্রমিক নেতারা। পরে দুপুর ২ টায় মালিক শ্রমিক ঐক্য পরিষদ সংবাদ সম্মেলনে ৪৮ ঘন্টার মধ্য আসামীদের গ্রেপ্তারের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও রিকসা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, নাটোর জেলা বাস মালিক সমিতির সভাপতি ও উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, নাটোর জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক হাসান ইমাম, নাটোর জেলা ট্রাক ট্যাংকলরি মালিক সমিতির সাধারন সম্পাদক ডালিম আহমেদ ডন, রিকসা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি আজের আলী, ট্রাক মালিক সমিতির আবুল খায়ের, ইজি বাইক সমিতির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, সিংড়া বাসস্ট্যান্ড ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সোহেল রানা প্রমূখ।
এদিকে আসামীদের ৪৮ ঘন্টার মধ্য গ্রেপ্তারের দাবি জানিয়েছে সিংড়া উপজেলার ৩০ টি শ্রমিক সংগঠন। তাছাড়া তারা কর্মবিরতি সহ বৃহত্তর আন্দোলনের ঘোষনা করবে বলে জানান।
ট্র্যাক্টর মালিক সমিতির সাধারন সম্পাদক আহসান হাবিব রোজ জানান, সোমবার সন্ধ্যায় সোহান, সম্রাটের নেতৃত্বে তাঁর ব্যবসায়ীক প্রতিষ্ঠানে হামলা, তাঁকে মারধর এবং প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ বিষয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
সিংড়া থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দীকি জানান, এ বিষয়ে মঙ্গলবার দুপুরে অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply