জন্ম ও শিক্ষা পরিক্রমাঃ বাবু সুজিত রায় নন্দী, পিতা- স্বর্গীয় বাবু কাসিশ্বর রায় নন্দী, মাতা-স্বর্গবাসিনী হিরন প্রভা রায় নন্দী। ১৯৬৮ সালের ১লা জানুয়ারির শুভক্ষণ জননেতা সুজিত রায় নন্দী, গ্রামঃ কুমুরুয়া, প্রোঃ ফরক্কাবাদ, থানাঃ চাঁদপুর সদর, জেলাঃ চাঁদপুরে জন্মগ্রহণ করেন। বর্তমান নিবাস বেইলী রোড, ঢাকা। চাঁদপুর ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এসএসসি ও চাঁদপুর পুরান বাজার ডিগ্রী কলেজ থেকে এইসএসসি (কুমিল্লা বোর্ড) পাশ করেন। ১৯৮৬-৮৭ সেশনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিকম অনার্স – মার্কেটিং এ ভর্তি হন। ১৯৮৯ সালে বিকম ও ১৯৯০ সালে মার্কেটিং এ মাস্টার্স, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী অর্জন করেন।
রাজনীতি ও সুজিত রায় নন্দীঃ ১৯৮৪ সালে সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ- ৯নং বালিয়া ইউনিয়ন. চাঁদপুর সদর। ঃ) ১৯৮৬ সালে চাঁদপুর সরকারী কলেজের ছাত্রলীগে মনোনীতপ্রার্থী নির্বাচনে অংশগ্রহন। ঃ) ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগণ্ণাথ হলের কার্যকরী কমিটির সদস্য হিসাবে নির্বাচিত। ঃ) ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বাংলাদেশ ছাত্রলীগের প্রচার সম্পাদক হিসাবে নির্বাচিত। ঃ) ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগণ্ণাথ হল ছাত্র সংসদের এজি এস নির্বাচিত পরবর্তীতে জি এস হিসাবে দায়িত্ব পালন। ঃ) ১৯৯০ সালে বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত। ঃ) ১৯৯২ সালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত। ঃ) ১৯৯৪ সালে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হিসাবে নির্বাচিত। ঃ) ১৯৯৮ সালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত। ঃ) ২০০১ সালে জাতীয় কাউন্সিল উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসাবে মনোনীত। ঃ) ২০০৩ সালে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক নির্বাচিত। ঃ) ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত। ঃ) ২০১২ সালে পুনরায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত। ঃ) ২০১৬ সালে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সম্মেলনে ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত। ঃ) ২০১৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে দ্বিতীয় বারের মতো এান ও সমাজ কল্যান সম্পাদক নির্বাচিত ঃ) ২০০৭ সালের ২২ জানুয়ারী যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সে নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন লাভ। সুজিত রায় নন্দী ও সামাজিক অবস্থানঃ ফরক্কাবাদ ডিগ্রি কলেজ এর দাতা ও প্রতিষ্ঠতা এবং বর্তমান সভাপতি (ফরক্কাবাদ, চাঁদপুর)। ঃ) চাঁদপুর সিটি কলেজের দাতা ও প্রতিষ্ঠতা এবং বর্তমান সভাপতি ( চাঁদপুর সদর )। ঃ) ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি), বরিশাল এর বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য। ঃ) কুমুরুয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠতা ও গভর্ণি বডির সদস্য। ঃ) ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য। ঃ) বালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক। ঃ) চর ফতেজংপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠতা ( চাঁদপুর সদর )। ঃ) ঈশানবালা এম জে এস উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠার ক্ষেত্রে অপরিসীম অবদান। ঃ) চাঁদপুর ও হাইমচর এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজের উন্নয়ন ও দারিদ্র বিমোচনে বেকার ছেলে-মেয়েদের কর্মসংস্থানের জন্য অপরিসীম অবদান। ঃ) ফরক্কাবাদ সিনিয়র আলিম মাদ্রাসার প্রধান উপদেষ্টা। ঃ) রাজরাজেশ্বর মোজা্ফ্ফরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান উপদেষ্টা। ঃ) চাঁদপুর ও হাইমচরের বেশ কয়েকটি মসজি, মন্দির ও এতিম খানার উপদেষ্টা।
বাবু সুজিত রায় নন্দী একজন গরীব দুঃখী মানুষের পরমবন্ধু, আজ তাই তিনি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যান গার্ড। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ এর একজন দক্ষ জননেতা, আমি অরিন্দম হালদার “আলোকিত জনপদ” অনলাইন পত্রিকার সম্পাদক হয়ে বাবু সুজিত রায় নন্দীর শুভ কামনা করি এবং আগামীর উজ্জ্বল নেতৃত্ব প্রত্যাশা করি।
Leave a Reply