হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার রবিবার ১৮ অক্টোবর সকাল ১১ টার সময় খুলনা রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার, ডিআইজি খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মহোদয় উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভার শুরুতে ঝিনাইদহ জেলার নবাগত পুলিশ সুপার জনাব মুনতাসিরুল ইসলাম কে ফুলের শুভেচ্ছা জানানো হয়। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহন এবং অপরাধ নিয়ন্ত্রনে আইনানুগ যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি মামলা তদন্ত কার্যক্রম সুচারুরূপে তদারকির নির্দেশনা প্রদান করেন। ওয়ারেন্ট ও আলামত নিষ্পত্তির উপর জোর দেন। এছাড়া বিট পুলিশিং কার্যক্রম সমাজের সকল স্তরে পৌঁছে দেয়ার আহবান জানান। আসন্ন দূর্গাপূজা’র সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য সংশ্লিষ্ঠ পুলিশ সুপারগণকে নির্দেশনা প্রদান করেন। সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), জনাব এ কে এম নাহিদুল ইসলাম, বিপিএম, অতিরিক্ত ডিআইজি(ক্রাইম এন্ড অপারেশনস্) খুলনা রেঞ্জ, সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারগণ, র্যা ব, এপিবিএন, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ।
Leave a Reply