
হাফিজুর রহমান স্টাফ : চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার হাউসপুর এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে একটি আইসক্রিম ফ্যাক্টরি ও একটি বেকারিকে ভোক্তা অধিকার বিরোধী কাজের জন্য ৩০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনা এবং জেলা প্রশাসক মহোদয়, চুয়াডাঙ্গা এর তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ এর নেতৃত্বে রবিবার ১৮ অক্টোবর আলমডাঙ্গার হাউসপুর এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি আইসক্রিম ফ্যাক্টরি ও একটি বেকারিকে ভোক্তা অধিকার বিরোধী কাজের জন্য ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়।এছাড়াও আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং উপস্থিত জনসাধারণকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে অবহিত করা হয়।নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে জানান সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ।
Leave a Reply