জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতি আদরের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিনে শহীদ শেখ রাসেলের ‘ম্যুরাল’ উন্মোচন করবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ শেখ রাসেলের ম্যুরালটি স্হাপন করা হয়েছে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ভবন চত্বরে। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ কেন্দ্রীয় উপ-কমিটির উদ্যোগে এ ম্যুরাল তৈরি করা হয়েছে।
শেখ রাসেলের প্রাথমিক শিক্ষাজীবন শুরু ল্যাবরেটরি স্কুলে। যা বর্তমানে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ নামে পরিচিত। ১৫ই আগস্ট ১৯৭১ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারপরিজনকে ঘাতকরা সপরিবারে হত্যা করে, অবুঝ শিশু শেখ রাসেলকেও সেদিন ঘাতকরা নির্মম ভাবে হত্যা করে। ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের – বাবু সুজিত রায় নন্দী বলেন শেখ রাসেলের স্মৃতিকে জাগ্রত রাখতে এই ম্যুরাল তৈরি করা হয়েছে।
Leave a Reply