নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠনকরা হয়েছে। এম এ মোমেনকে (দৈনিক ইত্তেফাক)সভাপতি ও মকবুল হোসেনকে (মাইটিভি ও যায়যায়দিন)সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিককার্যকরী পরিষদ গঠন করা হয়। শনিবার রূপগঞ্জ উপজেলাপ্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সম্মেলনে এ কমিটিরআনুষ্ঠানিক ঘোষণা করেন রূপগঞ্জ উপজেলা পরিষদেরচেয়ারম্যান আলহাজ¦ মোঃ শাহজাহান ভুঁইয়া। নির্বাচনকমিশনার ছিলেন মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান ও ক্লাবেরউপদেষ্টা আলহাজ¦ তোফায়েল আহম্মেদ আলমাছ।কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সিনিয়রসহ-সভাপতি শফিকুল আলম ভুঁইয়া (দৈনিক নয়াদিগন্ত),সহ-সভাপতি হানিফ মোল্লা (দৈনিক মানবকন্ঠ ওসাপ্তাহিক রূপগঞ্জ), যুগ্ম সাধারণ সম্পাদক এস.এমরোবেল মাহমুদ (দৈনিক সময়ের আলো), সহ-সম্পাদকমাসুদ ভুঁইয়া (দৈনিক সমাচার), সাংগঠনিক সম্পাদকরাসেল মাহমুদ (আনন্দ টিভি ও ভোরের ডাক), অর্থ বিষয়কসম্পাদক ইমদাদুল হক দুলাল (বাংলাদেশের খবর), দপ্তর সম্পাদকমো.শাহেল মাহমুদ (স্বদেশ প্রতিদিন), ক্রীড়া সম্পাদকএসএম আবু কাউসার (দৈনিক আজকালের খবর), প্রচারসম্পাদক বায়েজী দসাউদ (দৈনিক স্বাধীন সংবাদ), সহ-ক্রীড়া সম্পাদক অনুপম হাসান ফরিদ (দৈনিক এই বাংলা),ধর্ম ও আইন বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম (ডেইলিমর্ণিং গ্লোরী), সাহিত্য সম্পাদক সৈয়দ নাজমুল হক (দৈনিক গণমুক্তি), সহ-সাহিত্য সম্পাদক সাকের মিয়া(দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), সাংস্কৃতিক সম্পাদকআলম হোসেন (দৈনিক ভোরের আকাশ), সহ-সাংস্কৃতিকসম্পাদক আব্দুল হক (দৈনিক সরেজমিন), সমাজ কল্যাণসম্পাদক বি এম আবুল হাসনাত বাপ্পি (দৈনিক স্বাধীনবাংলাদেশ), সহ-সমাজ কল্যাণ সম্পাদক হেদায়েত আহমেদরিপন (দৈনিক প্রাণের বাংলাদেশ),কার্যকরী সদস্য এ.আরইব্রাহিম (দৈনিক ঢাকা হেডলাইন্স) ও মাহবুবুর রহমানরনি (দৈনিক ভোরের আকাশ)।
Leave a Reply