মোঃ আল আমিন চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ সারা দেশ ব্যাপি নারী ধর্ষন ও নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষে খুলশী থানা বিট পুলিশিং ২৭ কর্তৃক অায়োজিত সভায় সভাপতিত্ব করেন জাফরউল্লাহ মজুমদার, সাধারন সম্পাদক, ডিজেল কলোনী সমাজ কল্যান পরিষদ। সঞ্চলনায় ছিলেন মোঃ বেলাল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলশী থানা বিট পুলিশিং ২৭এর দায়িত্বরত অফিসার এসঅাই কাসিম, বিশেষ অতিথিকে হিসেবে উপস্থিত ছিলেন এএসঅাই অমির ভট্টাচার্য, এএসঅাই মানিক মিয়া, সামাজিক সংগঠন অক্ষয় অামরা’র উপদেষ্টা ও পানিরটাংকি সমাজ কল্যান পরিষদের সদস্য- মোঃ মাঈনুদ্দীন, অক্ষয় অামরা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রুবেল, সমাজ সেবক মোঃ জামাল, ওয়ার্ড অাওয়ামিলীগের সহ-প্রচার সম্পাদক অাব্দুল হান্নান হিরা, মোঃ মোবারক করিম, নারী নেত্রী জোহরা বেগম তারু, অালেয়া বেগমসহ অন্যান্য নেত্রীবৃন্দ। বক্তারা বলেন নারী নির্যাতনকারী দেশের শত্রু জনগনের শত্রু তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনের সাথে হাত মিলিয়ে আইনের মাধ্যমে তাদেরকে প্রতিহত করতে হবে। সবাই সম্মেলিত সুরে শ্লোগান দেয়, ১- পুলিশ-জনতা দিচ্ছে ডাক, নারী নির্যাতনকারী নিপাত যাক। ২-নারী নির্যাতনের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার। ৩-আমরা হব সচেতন, হতে আর দেবনা নারীর প্রতি কোন নির্যাতন। ৪-পুলিশ-জনতা ভাই ভাই, নারীর নিরাপত্তায় সবাই অংশগ্রহণ চায়। ৫-নিরাপদে দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি ৬-নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ। ৭-নারীকে সম্মান করুন এবং জরুরী পরিস্থিতির সময় তার সাহায্যে এগিয়ে আসুন। ৮-নারীর উপর সহিংসতা, ঘৃণ্য এক কাপুরুষতা। ৯-ইভটিজিং ধর্ষন ও নিপীড়ন এক সামাজিক ব্যাধি, বন্ধ করতে হবে যদি গড়তে চাও এক সুন্দর পৃথিবী। ১০-নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে। প্রধান অতিথি সবার উদ্যেশে বলেন বিট পুলিশ কার্যক্রম চালু করেছি তাই আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন যাতে করে দেশ ও সমাজ থেকে নারী নির্যাতন ও ধর্ষন, কিশোর গ্যাং, মাদক বন্ধ হয়। প্রয়োজনে ৯৯৯ এ কল দিয়ে পরিচয় গোপন রেখে সহযোগীতা করার অাহ্বান জানান
Leave a Reply