রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ যাত্রীকে চিকিৎসা সেবা দিয়েছে কোস্ট গার্ড গোপালগঞ্জে প্রতিবন্ধী এবং প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ ভারতে অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির মাধ্যমে বাংলাদেশের একটি গ্রাম পরিচিতি পেল ‘এক কিডনির গ্রাম’ নামে মুরাদনগর গ্রামে গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য পরিবেশ পুলিশের অভিযানে আসামির লাফিয়ে আত্মহত্যার হুমকির ভিডিও ভাইরাল হয়েছে দলের নাম ব্যবহার করে কেউ অসদাচরণ করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা : রিজভী তেজগাঁওয়ে সৌদি রিয়াল ডাকাতির ঘটনায় ১৩ জন গ্রেপ্তার পুতিনকে ফোন করার পর ট্রাম্প বললেন, ‘আমি হতাশ’ সবজির দাম বেড়েছে, তবে ডিম ও মুরগিতে কিছুটা স্বস্তি ফিরেছে কুমিল্লার মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নারী নির্যাতন ও ধর্ষণবিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৩৬৪ Time View
 নাচোল প্রতিনিধিঃ নাচোলে নারী ধর্ষণ ও শিশু নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ দেশ গড়ি’ নারী নির্যাতন বন্ধ করি- এমন সব প্রতিপাদ্যকে সামনে রেখে, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাচোল পৌরসভার ৭,৮,৯ ওয়ার্ড বিট পুলিশিং এর আয়োজনে, আজ শনিবার সকাল ১০টার সময় থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয় ও র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব এস,এ,এম, ফজল- ই- খুদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সুলতানা পাপিয়া, সহকারী মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন এনমাস ও ইএলএস সংগঠকবৃন্দ-সহ গৃহিণী, এনজিও, শিক্ষক, ইমাম, সাংবাদিক, কাউন্সিলর, বিট পুলিশিং এর কর্মকর্তা, কলেজ ও মাধ্যমিক শাখার শিক্ষার্থী প্রমুখ।
অন্যদিকে নেজামপুর, কসবা, নাচোল সদর, ফতেপুর ইউনিয়নে ও বিট পুলিশিং এর আয়োজনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশে একযোগে ৬৯১২ টি বিট পুলিশিং কার্যালয়ের এই ধর্ষন ও নারী নির্যাতন বিরোধী আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথীবৃন্দ বক্তব্যের মাঝে বলেন, তারা এমন একটি বিষয় নিয়ে আলোচনায় বসেছেন তা সত্যিকার অর্থেই জাতির জন্য লজ্জাকর। এছাড়াও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ও অতীতের ঘটে যাওয়া সকল ঘটনার তীব্র প্রতিবাদ জানা পূর্বক দিন দিন ধর্ষণ ও নারী নির্যাতন বেড়েই চলায় ধর্মীয় ও সামাজিক সচেতনার উপর জোর দেন বক্তারা। এছাড়াও নতুন ফাঁসির আইনের যথাযথ প্রয়োগের উদ্দ্যগ নেওয়ার বিষয়ে আলকপাতসহ বিদেশী অশালিন চ্যানেল দেখা থেকে বিরত ও সামাজিক মূল্যবোধের শিক্ষা অর্জন করার উপর গুরুত্বারোপ এমনকি প্রয়োজন ছাড়া শিক্ষার্থীদের স্মার্ট ফোন ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেন।
উল্লেখ্য যে, ধর্ষণ ও নারী নির্যাতনসহ যাবতীয় ঘটনার ক্ষেত্রে স্ব স্ব বিট পুলিশিং কার্যালয় অভিযোগ প্রদান ও সেখান থেকে সকল ধরনের সেবা নিতে বিট পুলিশিং প্রধানরা সবাই কে আহ্বান জানান।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense