নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে ৪৬০ বোতল ভারতীয় মদসহ কামিচুর রহমান (২৬) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। সে জালালাবাদ থানাধীন বড়কাফন গ্রামের মৃত জামমেদ আলীর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে ২৩ সেপ্টেম্বর বুধবার র্যাব-৯ এর কমান্ডিং অফিসার লেফট্যান্টে কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে উপ-অধিনায়ক মেজর শওকাতুল মোনায়েম, ও এএসপি ওবাইনসহ র্যাবের একটি দল অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ আদর্শগ্রাম (গুচ্ছগ্রাম) থেকে তাকে গ্রেফতার করে।
পরে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় র্যাব বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করে। দুপুরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।
Leave a Reply