হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার :বিশ্ব খাদ্য দিবস-২০২০ উপলক্ষে গণভবন থেকে হোটেল সোনারগাঁওয়ে আন্তর্জাতিক সেমিনারে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ১৬ অক্টোবর সকাল ১০ টার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি বলেন একটি মানুষও না খেয়ে কষ্ট পাবে না, একটি মানুষও গৃহহীন থাকবে না। প্রত্যেকটা মানুষ চিকিৎসা সেবা পাবে, কোনো মানুষ পুষ্টিহীনতায় ভুগবে না, আমাদের বিশাল সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে আমরা সহযোগিতা করছি। খাদ্যের সাথে সাথে পুষ্টির নিশ্চয়তা হয়, মানুষজন সুস্বাস্থ্যের অধিকারী হয়- সেটাই আমাদের লক্ষ্য। জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ আমরা কায়েম করব। উক্ত ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে সভাপতিত্বে করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়া হিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভিন,কৃষি – সম্প্রসারণ উপ- পরিচালক আলী হোসেন, চুয়াডাঙ্গা জেলা খাদ্য কর্মকর্তা রেজাউল হক, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, জেলা মার্কেটিং অফিসার মোহা: শহিদুল ইসলাম সহ জেলার কর্মকর্তাগন ও সাংবাদিক নেতৃবৃন্দ।
Leave a Reply