হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এর দিকনির্দেশনায়, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাদিকুর রহমান এর নেতৃত্ব বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকাল ৪ টার সময় চুয়াডাঙ্গা নিচের বজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার না করার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ১৪ ধারায় মেসার্স কনা বাণিজ্যালয় এর মালিক মোঃ মজিদ হোসেনকে ১,০০০/-(এক হাজার টাকা মাত্র) এবং মূল্য তালিকা প্রর্দশন না করার অপরাধে কাউছার ষ্টোরের মালিক কাউছারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় ১,০০০/- টাকা জরিমানা করেন। এবং এছাড়া ধান,গম,ভুট্টা,সার,মরিচ,হলুদ,পেঁয়াজ, আদা,রসুন,ধনিয়াও আলু এই পন্যগুলোতে বাধ্যতামূলকভাবে পাটজাত মোড়ক ব্যবহারের নির্দেশনা দেন। সহযোগিতায় ছিলেন পেশকার মো: সোবহান আলী, অফিস সহায়ক মোঃ আরমান আলী, জেলা মার্কিটিং অফিসার মোহাঃ শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা নীচের বাজারের সভাপতি শাহ আলম, সাধারন সম্পাদক মফিজুর রহমান মাফি, চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের একটি চৌকস টিম।
Leave a Reply