শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসির নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপিকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক স্থগিতের ঘোষণা ইন্দোনেশিয়ার মুসলিমদের জন্য এলো সুখবর দুদকের মামলা: সরকারি তেল কোম্পানির ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হলো ১৫ সেনা কর্মকর্তাকে রাজৈরে শহীদ মিনার ভাঙচুর করে ঘর তোলার চেষ্টা, এলাকায় উত্তেজনা সুদে কারবারীদের ফাঁদে এক নিরীহ পরিবার সুবর্ণচরে জমি দখল ঠেকাতে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে ডিবির দুই পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

বিমানবন্দরের বিশৃঙ্খল আচরণ প্রসঙ্গে বেবিচকের স্পষ্ট বক্তব্য

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৩১৭ Time View
ছবি- সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি ঘটে যাওয়া এক যাত্রীর অস্বাভাবিক ও বিশৃঙ্খল আচরণ নিয়ে কিছু ইলেকট্রনিক ও সামাজিক গণমাধ্যমে বিভ্রান্তিকর এবং অসম্পূর্ণ তথ্য প্রচারিত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ ঘটনায় সংস্থাটির ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হওয়ায় বেবিচক গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

মঙ্গলবার (৪ জুন) সংস্থার সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ জুন রাত ১টা ৩৬ মিনিটে বোর্ডিং ব্রিজ-৬–এ নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় মালয়েশিয়া এয়ারলাইন্সের (ফ্লাইট: MH-196) এক যাত্রী, মো. তুহিন আলী, আচমকা চিৎকার ও অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। মালয়েশিয়া এয়ারলাইন্সের প্রতিনিধি ও নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তিনি নিজের পাসপোর্ট, ব্যাগ এবং মালয়েশিয়ান মুদ্রা ছুঁড়ে ফেলেন। এমনকি তিনি মা-বাবা সম্পর্কেও অশালীন মন্তব্য করেন।

এই অস্বাভাবিক আচরণের কারণে ওই এলাকায় ভিড় জমে যায় এবং পাশের ফ্লাইটের যাত্রীদের স্ক্যানিং কার্যক্রমে বিঘ্ন ঘটে।

পরবর্তীতে বিমান সংস্থার প্রতিনিধি ও বিমানবন্দর নিরাপত্তা টিম তাকে আগমনী ইমিগ্রেশনের প্রক্রিয়া সম্পন্ন করে ব্যাগেজ সংগ্রহের জন্য নিয়ে যেতে চাইলে তিনি তাতে রাজি হননি। একপর্যায়ে গালিগালাজ করতে করতে তিনি ১ নম্বর বেল্টের দিকে চলে যান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই সময় তার আচরণ ছিল মারাত্মকভাবে আগ্রাসী ও অস্বাভাবিক।

পরে তার ভাই ও চাচার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, যাত্রী অতীতেও মাদকাসক্ত অবস্থায় এ ধরনের আচরণ করেছেন এবং সেদিন বৃষ্টির কারণে তাকে নিতে আসতে পারছেন না। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ভোর ৫টা ৩০ মিনিটে ওই যাত্রী নিজেই বিমানবন্দর ত্যাগ করেন।

বেবিচক জানিয়েছে, পুরো ঘটনাটি অত্যন্ত পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে সামাল দেওয়া হয়েছে। তবে, বিভ্রান্তিকর ও আংশিক তথ্য উপস্থাপন করে গণমাধ্যমে ঘটনাটি প্রচারের ফলে জনমনে ভুল ধারণা তৈরি হয়েছে, যা দেশের গুরুত্বপূর্ণ একটি অবকাঠামোর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে বিমানবন্দর সংশ্লিষ্ট যেকোনো ঘটনা প্রকাশের আগে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঠিক তথ্য যাচাই করার জন্য অনুরোধ জানানো হয়েছে, যাতে বিভ্রান্তি না ছড়ায় এবং রাষ্ট্রের নিরাপত্তা ও সুনাম অক্ষুণ্ন থাকে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category