শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক”

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৩৫০ Time View

লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাধীন লাহারকান্দি ইউনিয়নের তালহাটি গ্রামের মায়া বেগম দীর্ঘদিন যাবৎ পুরাতন/জরাজীর্ণ নৌকা দিয়ে মানুষ পারাপার করে জীবিকা নির্বাহ করেন।

রৌদ্য, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে তিন কন্যার পড়াশোনা ও জীবিকার তাগিদে প্রতিদিন তাকে জীবনের সাথে সংগ্রাম করতে হয় ছোট ভাঙ্গা জরাজীর্ণ খেয়াটিকে অবলম্বন করে।

দিনশেষে মাথা গোজাঁর একমাত্র ঠাঁই ঘরটিও নড়বড়ে ও জরাজীর্ণ। এ বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর জেলা প্রশাসন, লক্ষ্মীপুর ও উপজেলা প্রশাসন, সদর, লক্ষ্মীপুরের পক্ষ থেকে তার জীবিকা নির্বাহের জন্য একটি নতুন নৌকা তৈরি করে দেওয়া ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান কার্যক্রমের আওতায় তার গৃহ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়।

তৎপ্রেক্ষিতে অদ্য ১৮/০৪/২১ তারিখ জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ,জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর মায়া বেগম-কে নতুন নৌকা প্রদানসহ তার জরাজীর্ণ গৃহের জায়গায় নতুন গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া, উপপরিচালক, স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), লক্ষ্মীপুর, জনাব সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর, জনাব মোহাম্মদ মাসুম, উপজেলা নির্বাহী অফিসার,সদর, লক্ষ্মীপুর, জনাব মো: মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি), সদর, লক্ষ্মীপুর, জনাব মোশারেফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, লক্ষ্মীপুর সদরসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সচিব ও ইউপি সদস্য।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense