শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল ফরিদরপুরের নগরকান্দা উপজেলায় শেষ হলো নৌকা বাইচ প্রতিযোগিতা যারা পিআর নিয়ে কথা তুলছে তারা স্বৈরাচারের দোসর – হেলেন জেরিন খান রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার

সৌন্দর্যের রহস্য লুকিয়ে রয়েছে কয়লায়, জেনে নিন আজই

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৪১৬ Time View

কয়লা মানেই কালি। কয়লা মানেই কালো। কিন্তু সেই কয়লাই আপনার রূপের জৌলুস খুলে দিতে পারে সেটা জানেন কি? রূপচর্চার বাজারে কয়লার ভালো দর ছিল একটা সময়ে। তবে কেমিক্যাল প্রোডাক্টের বাজারে তার জায়গা মাঝখানে অনেকটাই পিছিয়ে গিয়েছিলো। তবে নিজ ক্যারিশ্মাতেই আবার তা সামনের সারিতে চলে এসেছে।

কেমিক্যাল প্রোডাক্টের মিথ্যে দাপটে যদি আপনার ত্বক পালাবার পথ খোঁজে, তা হলে শেষ আশ্রয় হলো চারকোল বা কয়লা। এক মাস টানা চারকোল দেওয়া প্রোডাক্ট ব্যবহার করলে হাতেনাতে মিলবে ফল।

 

নিজের ওজনের থেকে ১০০ থেকে ২০০ গুণ বেশি ওজনের ময়লা ও নোংরা ত্বক থেকে শোষণ করতে পারে এক একটা চারকোল কণা। গায়ের দুর্গন্ধ তাড়াতেও আবার খুব ভালো কাজ করে এটি। চারকোলের গুণে সময়কে আটকে রাখতে পারবেন ত্বকে। শরীর থেকে টক্সিন এবং ক্ষতিকর রাসয়ানিক পদার্থ দূর করে আলাদা জেল্লা দেয় ত্বকে। ডাক্তার এবং রূপ বিশেষজ্ঞরা তাই আজকাল প্রায়শই এমন ক্রিম, ফেস ওয়াশ বা ফেস প্যাক ব্যবহার করতে বলেন যার মধ্যে রয়েছে চারকোল। কী কী উপায়ে এটি ব্যবহার করতে পারেন তার উদাহরণ দেওয়া হলো নিচে।

১. ফেস ওয়াশ: এখন বাজারে একটার পর একটা ফেস ওয়াশ এসে ভিড় করছে। সেখানে শুধুই চারকোলের ছড়াছড়ি। সব ধরনের ত্বকে অ্যাকনে আর পিগমেন্টেশন আটকাতে এটি এতো ভালো কাজ দেয় যে সবার পছন্দের তালিকায় এখন এক নম্বরে কয়লার কণা মেশানো ফেস ওয়াশ রয়েছে। এমন কার্যকরী ফেস ওয়াশের সম্ভার পেতে রইলো একটি লিংক। এখানে ক্লিক করলে পাবেন নিজে চোখে দেখে পছন্দ করতে। দেখুন সেই লিংক।

 

২. সাবান: স্নানের সময় নিয়মিত চারকোল দেওয়া সাবান ব্যবহার করলে ত্বকের বহু সমস্যা, ‌ফুসকুড়ি খুব সহজেই চলে যাবে। আবার ঘামের দুর্গন্ধ থাকলে সেটাও নিমেষে চলে যাবে।

৩. টুথপেস্ট: টুথপেস্টে চারকোল থাকা মানে আপনার মাড়ি থাকবে একেবারে সুরক্ষিত। দূর হবে দাঁতের হলদেটে ভাব।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense